বিনোদন ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। তার শরীরে ক্যানসার ধরা পড়েছে। হাসপাতালে শিল্পীর ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসার প্রথম ধাপে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।
এদিকে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে দেখতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবিও প্রকাশ করেন এই অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- সিঙ্গাপুরে আসলাম, দাদার (এন্ড্রু কিশোর) সঙ্গে দেখা হবে না! উনি অনেক কথা বললেন, পরে বলব। উনার কেমো শুরু হয়েছে। ১৮টা লাগবে, আর তিন মাস। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন দাদা।
কিডনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছিলেন এন্ড্রু কিশোর। সে কারণে তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তার শরীরের কিছু নমুনা বায়োপসির জন্য পাঠানো হয় ল্যাবে। সে রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন তিনি ক্যানসারের ভুগছেন।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন এন্ড্রু কিশোর। তার সঙ্গে আছেন তার স্ত্রী এবং সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।
গত ৮ সেপ্টেম্বর চিকিৎসার জন্য এন্ড্রু কিশোরকে ১০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ইতিমধ্যে একটি বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ শিল্পীর চিকিৎসায় সহায়তায় আরও ১০ লাখ টাকা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।