বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের আলচিত টালিউড নায়িকা প্রিয়াঙ্কা সরকার। তার আসন্ন ওয়েব সিরিজ ‘মহাভারত মার্ডারস’ এর শুটিং করছিলেন। আর সেখানেই ঘটে এক অঘটন।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১১-১২টা নাগাদ রাজারহাটে রাস্তায় চলছিল শুটিং। আর সেই সময়ই শুটিং সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। যার চালক মাতাল অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে।
সেই সময় বাইকের ধাক্কায় দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনার পর নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান বাংলা থেকে জানা যায়, প্রিয়াঙ্কার পায়ের চোট গুরুতর। পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গেছে। করতে হবে অস্ত্রোপচার। তবে, অর্জুনকে রাতেই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।
অর্জুন চক্রবর্তী জানান, “আমার গুরুতর কিছু হয়নি। তবে প্রিয়াঙ্কা গুরুতর আহত। আমরা দু’জনেই বাইকের উপর ছিলাম। শট দেওয়ার জন্য একেবারে তৈরি ছিলাম।আমরা রাস্তা ব্লক করেই শ্যুটিং করছিলাম। কিন্তু কোনও ভাবে মদ্যপ অবস্থায় অস্বাভাবিক গতিতে এসে, আমাদের বাইকের ডান দিকে মারে এক ব্যক্তি। সৌভাগ্যবশত খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও আমি হাঁটতে পাচ্ছি। চেকআপে যাচ্ছি। কিন্তু প্রিয়াঙ্কার ফ্র্যাকচার হয়েছে ডান পায়ে। বিষয়টি খুবই ভয়াবহ ছিল।”
প্রিয়াঙ্কার পায়ে ‘ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন’ (ওরিফ) অস্ত্রোপচার হবে। কাস্ট বা স্প্লিন্টের মাধ্যমে যে চোট সারিয়ে তোলা যায় না, সেই সব চোটের ক্ষেত্রে এই পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়। এর মাধ্যমে যে প্লেটটি প্রিয়াঙ্কার পায়ে বসানো হবে, সেট তাঁর ভাঙা হাড়টি জুড়তে সাহায্য করবে। পরবর্তীতে প্রিয়াঙ্কার হাড় জুড়ে গেলেও প্লেটটি সরানো হবে না।
কয়েক দিন আগেই আগেই ‘নির্ভয়া’ সিনেমার জন্য তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী (পপুলার) হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। পুরস্কার পেয়ে রীতিমতো আপ্লুত হন তিনি। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গেও তার অভিনয় করার কথা আছে।
এর আগে পরিচালক বিরসা দাশগুপ্তের সিনেমা ‘বিবাহ অভিযান’-এর শুটিংয়ে দৌড়াতে গিয়ে পড়ে যান প্রিয়াঙ্কা। সে সময় এক্স-রে করে জানা যায় পায়ের হাড় ভেঙেছিল তার।
রাজারহাটে দুর্ঘটনার ঘটনায় স্বাভাবিকভাবেই সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, দুর্ঘটনার পর থেকে উধাও ওই বাইক চালক। তার খোঁজে চলছে তল্লাশি। আপাতত ‘মহাভারত মার্ডারস’ নামে ওই ওয়েব সিরিজের (Web Series) শুটিং বন্ধ রাখা হয়েছে। কবে থেকে আবারও শুটিং শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, প্রিয়াঙ্কা সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং শুরু হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।