স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে করোনা আক্রান্ত হন হাবিবুল বাশার সুমন। এর সঙ্গে যোগ হয় ফুসফুসের ইনফেকশন। গত সোমবার হুট করে স্বাস্থ্যের অবনতি হলে তাকে দ্রুত ভর্তি হতে হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। যদিও এই মুহূর্তে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘আগে থেকেই আমার ফুসফুসে ইনফেকশন ছিল। এটা বাড়াতে আমার জ্বরটা যাচ্ছিল না। গত সোমবার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম। ডাক্তার জানালো, আমার ফুসফুসের ইনফেকশনটা বেড়েছে। এই কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই মুহূর্তে আমার জ্বর কিংবা শ্বাসকষ্ট কিছুই নেই, ভালো আছি। এমন থাকলে শনিবার আমাকে ছেড়ে দেবে।’
গত ৯ নভেম্বর দুপুর থেকে শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করেন হাবিবুল বাশার। ১১ নভেম্বর পরীক্ষা করিয়ে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। তারপর বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। দুইদিন পর জ্বর না কমাতে ডাক্তারের পরামর্শে কিছু টেস্ট করার তিনি। ওই টেস্ট নিয়ে ডাক্তারের কাছে গিয়েই জানতে পারেন তার ফুসফুসের ইনফেকশনটা বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


