জুমবাংলা ডেস্ক : মাদারীপুর শহরের পানিছত্র আলজাবির উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আব্দুল লতিফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
শনিবার সদর হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারেননি এবং করোনা পরীক্ষার জন্য নমুনাও দিতে পারেননি। বাড়ি চলে এসে রাতে মারা গেলেন।
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। শনিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩৫০ জন।
স্থানীয় ও জেলা স্বাস্থ্য সূত্রে জানা গেছে, শহরের পানিছত্র এলাকায় রিকশার গ্যারেজ ব্যবসায়ী আব্দুল লতিফ হাওলাদার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। শনিবার সকালে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান ভর্তি হতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেননি। করোনার জন্য নমুনাও নেয়নি কেউ। বাধ্য হয়ে তার স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসেন এবং রাত ৮টার দিকে তিনি বাড়িতে মারা যান।
মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিস থেকে লোক এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। ররিবার সকালে তাকে দাফন করা হবে।
মৃত আব্দুল লতিফ হাওলাদারের ভাগিনা মিলটন জানান, মামার এক বছরের বেশি সময় ধরে শ্বাসকষ্ট ছিল। শনিবার সকালে মামাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় করোনা টেস্ট করার জন্য। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বা অন্যরা কেউ তার করোনার নমুনা সংগ্রহ করে নাই। তাকে ভর্তিও করে নাই। হাসপাতাল থেকে ফেরত দিয়েছে। রাতে মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিস থেকে লোক এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।
সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া ওই ব্যক্তিকে তার স্বাজনরা হাসপাতালে করোনা টেস্ট করানোর জন্য নিয়ে আসছিল। করোনা টেস্ট করানো মানুষের দীর্ঘ লাইন দেখে তারা নিজেরা বাড়ি চলে যায়। দীর্ঘদিন থেকে তার অ্যাজমা ও ডায়াবেটিসের সমস্যা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।