জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার সোমবার বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ ডা. মুমতাজ শাহের নেতৃত্বে একদল চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেন। অবস্থার উন্নতি হলে পরবর্তীতে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্থিতিশীল রয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
৪১ বছর বয়সি সাবা কামার ২০০৫ সালে ‘ম্যায় আওরত হুঁ’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর ‘দাস্তান’, ‘মাআত’, ‘পানি জাইসা পেয়ার’ এবং ‘বাগি’-র মতো নাটকে অভিনয় করে তিনি দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পান। বিশেষ করে ‘বাগি’ নাটকে কান্দিল বালোচের চরিত্রে তার অভিনয় নারীদের সামাজিক সংগ্রামের বাস্তবতা তুলে ধরে এবং সমালোচকদের প্রশংসা অর্জন করে।
শুধু টেলিভিশনেই নয়, বড় পর্দাতেও সাবা কামার নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৭ সালে বলিউডে ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় অভিনয় করে দুই দেশেই বিপুল প্রশংসা পান। সামাজিক ব্যঙ্গাত্মক এই সিনেমাটি বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদেরও নজর কাড়ে।
পাকিস্তানি চলচ্চিত্রেও সাবা কামার শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তার অভিনীত ‘লাহোর সে আগে’ ও ‘কমলি’ সিনেমা দুটিই প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘কমলি’তে তার অভিনয় তাকে সমসাময়িকদের মধ্যে অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি এনে দেয়।
সাবা কামারের হঠাৎ অসুস্থতায় তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বর্তমানে তিনি সুস্থ থাকায় সবাই স্বস্তি প্রকাশ করেছেন। সূত্র: সামা টিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।