পা পিছলে পড়ে গিয়ে হাসপাতালে সংগীতশিল্পী এলটন জন

পা পিছলে পড়ে গিয়ে হাসপাতালে সংগীতশিল্পী এলটন জন

বিনোদন ডেস্ক : পা পিছলে পড়ে গিয়ে হাসপাতালে কিংবদন্তি সংগীতশিল্পী এলটন জন। বাড়ির মেঝের ওপর হোঁচট খেয়ে পড়ে পায়ে সামান্য চোট লাগে তার। সঙ্গে সঙ্গেই হাসপাতালে যান তিনি। একরাত সেখানে ভর্তিও ছিলেন বলে জানা গেছে।

পা পিছলে পড়ে গিয়ে হাসপাতালে সংগীতশিল্পী এলটন জন

সংগীতশিল্পীর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়ির মেঝেতে হোঁচট খেয়ে পড়ে যান এটলন। সামান্যই আঘাত লাগে তার। চিকিৎসকরা জানান, তিনি একেবারেই সুস্থ রয়েছেন। একরাত হাসপাতালে থাকলেও আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে নিজের বাড়িতেই রয়েছেন এলটন জন।

২০১৮ সালে এক সাক্ষাৎকারে পরিবারের ওপর ফোকাস করার জন্য অবসর নিচ্ছেন বলে জানিয়েছিলেন এলটন জন। তবে সফর শেষ হলেও নতুন গান নিয়ে কাজ চালিয়ে যাবেন বলে সে সময় জানান তিনি। এলটন জনের শেষ সংগীত সফরের শিরোনাম ছিল ‘ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড ট্যুর’।