আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদ স্বাস্থ্য পরীক্ষার জন্য রিয়াদের বাদশাহ ফয়সল স্পেশালিস্ট হাসপাতালে গিয়েছেন। বুধবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান বলে সৌদি রাজ দরবারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৮৬ বছর বয়সী বাদশাহর স্বাস্থ্য পরীক্ষা সফল হয়েছে। একইসাথে তার পেসমেকারের ব্যাটারিও বদলে দেয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকরা তাকে কয়েক দিনের জন্য বিশ্রামেরও পরামর্শ দিয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সৌদি বাদশাহের এক ভিডিও ক্লিপ প্রচার করা হয়। এই সময় তার ছেলে ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তার সাথে দেখা যায়।
#الديوان_الملكي: #خادم_الحرمين_الشريفين يغادر مستشفى الملك فيصل التخصصي بالرياض بعد أن أجرى صباح اليوم بعض الفحوصات الطبية تكللت بالنجاح ولله الحمد.https://t.co/7B1RRCxN7J#واس pic.twitter.com/XdXTI1SiRC
— واس الأخبار الملكية (@spagov) March 16, 2022
এর আগে ২০১৫ সালে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ সালমান বিন আবদুল আজিজ বাদশাহ হন।
২০২০ সালে বাদশাহ সালমানের গলব্লাডার অপারেশন করা হয়।
সূত্র : এসপিএ ও আরব নিউজ
বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন নীতা আম্বানী, এক বোতলের দাম ৪৪ লাখ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।