জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই শিশুকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে র্যাব। এসময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা -ডিবি পুলিশও উপস্থিত ছিলো।
শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হোসেন আলী টেন্ডল আলী বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই দিন দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, সংবাদ পেয়েই শিশুকে উদ্ধারে মাঠে নামে র্যাব। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এবং শিশুটিকে যে পথ দিয়ে নেয়া হয়েছে সে খোঁজ চালিয়ে ওই নারীকে শনাক্ত করা হয়। পরে শিশুকে উদ্ধার করা হয় এবং ওই নারীকে আটক করা হয়।
অভিযুক্ত নারী হাসপাতাল থেকে চুরি করে শিশুটিকে এনে তার বোনের বাড়িতে লুকিয়ে ছিলেন। শিশু উদ্ধারের খবরে মা জান্নাতুল ফেরেদৌস আইনশৃঙ্খলা বাহিনীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অভিযুক্ত নারী জানান, গত কয়েক দিন আগে তার সন্তান প্রসবের সময় মারা যান। তাই সে শিশুটিকে নিয়ে এসেছেন।
চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের সাথে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সে সময় শিশু চুরির ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।