জুমবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে গোটা বাংলাদেশের আওয়ামী লীগ পালিয়ে গেছে। শেখ মুজিব আওয়ামী লীগকে তৈরি করে গিয়েছিল আর শেখ হাসিনা আওয়ামী লীগের নৌকাকে স্থায়ী ভাবে ডুবিয়ে দিয়ে গেছে। এই নৌকা বাংলাদেশে আর জাগবে না।
রবিবার বিকালে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্তরে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
হারুনুর রশীদ বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ মানুষের ওপর যে জুলুম অন্যায় অত্যাচার করেছে, এর বিচার আমরা কড়ায়গন্ডায় আদায় করবো। এই বিচার চলবে যতদিন পর্যন্ত তাদের একটি অপরাধী জীবিত থাকবে। এই বিচার আমরা চালিয়ে যাবো।
সমাবেশে অন্যদের মধ্য বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগের সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠিনক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর পার্কে শহীদ মিনারে সমবেত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।