জুমবাংলা ডেস্ক : আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী শামীম সাঈদী বলেছেন, স্বৈরাচার হাসিনা পালিয়েছে কিন্তু আল্লামা সাঈদী পালাননি। তিনি কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পিরোজপুরের ভান্ডারিয়ার দক্ষিণ পৈকখালি রিজার্ভপুকুর পাড় সংলগ্ন আল্লামা সাঈদী নূরানী ও হাফিজিয়া মাদরাসার উদ্বোধনী ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
শামীম সাঈদী বলেন, যারা আল্লামা সাঈদী ও জামায়াত ইসলামীকে রাজাকার বলে তারা ভারতের দালাল। আল্লামা সাঈদী সারা জীবনে কোনো অন্যায় করেননি, দুনিয়ার কোনো মর্যাদার দিকে তার কোনো আকাঙ্খা ছিল না। তিনি সর্বদা আল্লাহকে খুশি করার জন্যই জীবনকে বাজি রেখেছেন। পিরোজপুর থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে হাজারো প্রতিকূলতার সম্মুখীন হয়েও কুরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন।
তিনি আরও বলেন, আল্লামা সাঈদীর প্রতিটি কথা আজ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। আল্লামা সাঈদীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অন্যায়ভাবে ১৩টি বছর কারাবন্দি করে রাখা হয়েছে এবং পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনা তাকে হত্যা করেছে।
মাস্টার আব্দুল হক আকন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আল্লামা সাঈদী নূরানী ও হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মো. জাকির হোসেন আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আমির হোসেন খান, সেক্রেটারি মাওলানা মো. মোফাজ্জল হোসেন, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি তমিজ উদ্দিন মিয়া কাজল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।