আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহকে নিষিদ্ধ করেছে জার্মান সরকার। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
টুইটারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হস্ট্র সেহোফেরের মুখপাত্র স্টিভ অল্টার এই তথ্য নিশ্চিত করেছেন।
হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে জার্মানির মাটিতে সংগঠনটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান চালানোর ঘোষণা দেয়া হয়েছে।
পুলিশি অভিযানে সবচেয়ে বেশি নজরে রয়েছে হিজবুল্লাহের আশ্রয় হিসেবে খ্যাত জার্মানির বার্লিন, ডর্টমুন্ড, ব্রিমেন ও মুনস্টারের মসজিদের চারটি এসোসিয়েশন।
জার্মান কর্তৃপক্ষ জানায়, দেশটিতে হিজবুল্লাহের ১ হাজার ৫০ জন সক্রিয় সদস্য রয়েছেন। গত সেপ্টেম্বরে ফেডারেল বিচারক এই সংস্থাটির সদস্যদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে অপরাধমূলক কার্যক্রমের তদন্ত করার এখতিয়ার দেন।
২০১৩ সালে ইউরোপের পররাস্ট্রমন্ত্রীরা হিজবুল্লাহের সশস্ত্র উইংকে নিষিদ্ধ করে তবে ইউরোপে সংস্থাটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় নি। শুধুমাত্র সশস্ত্র নেতাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর ছিলো। গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। এই গোষ্ঠির কার্যক্রম বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে জার্মানির ওপর চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



