হিজাবি মেয়েরা কি যৌনাঙ্গ মাথায় নিয়ে ঘোরে, প্রশ্ন তসলিমা নাসরিনের

জুমবাংলা ডেস্ক : হিজাবি মেয়েরা কি যৌনাঙ্গ মাথায় নিয়ে ঘোরে? তা না হলে তারা কেন জনসমক্ষে হিজাব খসে গেলে লজ্জা পায়, ফীল করে তারা উলঙ্গ? দু’ তিন বছর আগে নিউইয়র্কের পুলিশ এক হিজাবি মেয়ের মাগশট নেওয়ার সময় হিজাব খুলিয়েছিল। মেয়েটি পরে অভিযোগ করেছে, তার নাকি মনে হয়েছে তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে। হিজাব খোলা মানে তার কাছে উলঙ্গই হওয়া।

আজ বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তসলিমা নাসরিন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এরপর থেকে হিজাবি মেয়েরা যখন অপরাধ করে পুলিশের হাতে ধরা পড়ে, পুলিশ আর থানায় নিয়ে মাগশট নেবার সময় তাদের হিজাব খুলতে বলে না। এ তো ঠিক কাজ নয়। মাগশটে পুরো চেহারাটা তো চাই। মাথা ঢাকা থাকলে চলবে কেন? পাসপোর্টের ছবিও তো মাথা ঢাকা থাকলে চলে না। যারা নিজের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা অবয়বহীন চলাফেরা করতে চায়। কিন্তু আমরা যারা মানুষের অস্তিত্বে বিশ্বাস করি, তাদের নিরাপত্তার কী হবে?