বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। সম্প্রতি নারীদের হিজাব পরা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি।
চলতি বছরের শুরুর দিকে হিজাব পরার দাবি নিয়ে উত্তাল হয়েছিল ভারত। শেষ পর্যন্ত তা আদালত পর্যন্ত গড়ায়। অন্যদিকে, সাত বছরের বেশি বয়সী নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করেছে ইরান। দেশটির নারীরা হিজাব না পরার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।
এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আদনান সামি লিখেছেন, ‘যদি তথাকথিত মৌলবাদীরা দাবি করেন এটা কোরআনে লেখা আছে, তাহলে সেটাও নারী আর আল্লাহর মধ্যকার ব্যাপার। সেটা আপনার সমস্যার কারণ হওয়া উচিত নয়! দয়া করে আপনারা নিজের চরকায় তেল দেন।’
হিজাব পরা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি হিজাবের পক্ষে বা বিরুদ্ধে নয়। কিন্তু ব্যক্তি সিদ্ধান্তের পক্ষে। যদি কোনো নারী তার ইচ্ছায় হিজাব পরেন, তাহলে আমার আপত্তি নেই। আবার যদি কেউ হিজাব না পরতে চান, তাহলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি নারীকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে হিজাব পরতে বাধ্য করে সেটি আমার সমস্যা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।