জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর সবার মতো দুর্দশায় পড়েছে দেশের হিজড়া জনগোষ্ঠীও। দীর্ঘদিন ছুটির কারণে অনেকে আর্থিকভাবে সংকটে পড়েছেন। দৈন্যদশায় দিন কাটাচ্ছেন। তাদের কথা বিবেচনা করে বাড়িভাড়া কমিয়ে নেওয়ার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাড়ির মালিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে হিজড়া জনগোষ্ঠীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় তিনি এ আহ্বান জানান। উত্তরণ ফাউন্ডেশন এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সমাজসেবামূলক সংস্থাটি হিজড়া ও বেদে সম্প্রদায়কে নিয়ে কাজ করে। এর আগে ফাউন্ডেশনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সাভারের এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন ব্যবসায়ী রঞ্জিত ঘোষ।
সভার ও আশুলিয়া এলাকার দেড়শ হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণের সময় প্রতিমন্ত্রী এনামুর রহমান তাদের সঙ্গে কথা বলেন। এসময় তারা তাদের দুঃখ, দুর্দশার কথা প্রতিমন্ত্রীকে জানান।
পরে এনামুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘হিজড়া জনগোষ্ঠিকে তৃতীয় লিঙ্গের নাগরিক হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। তাদের যে কোনো সমস্যা-সংকটে সরকার পাশে আছে। ভবিষ্যতেও তাদের কল্যাণে সরকার পাশে থাকবে। তবে সমাজের বিত্তবানদেরও তাদের কল্যাণে এগিয়ে আসতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার কারণে সংকটে তৃতীয় লিঙ্গের নাগরিকদের অনেকে খুব কষ্টে আছেন। এই অবস্থায় আমি বাড়ির মালিকদের বলবো তারা যেন তাদের বাড়িভাড়ার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন। পুরো ভাড়া যেন তারা আদায় না করেন।’
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি, লবণ, সাবানসহ বিভিন্ন খাবার সামগ্রী। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ও ব্যবসায়ী রঞ্জিত ঘোষ প্রমুখ।
এর আগে সভার ও আশুলিয়া এলাকার পোশাক শ্রমিকদের বাড়িভাড়া ৪০ শতাংশ মওকুফের জন্য বাড়িরমালিকদের প্রতি আহ্বান জানান। এ বিষয়টি বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


