জুমবাংলা ডেস্ক : কারাদণ্ড থেকে রক্ষা পেতে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলাম। তবুও শেষ রক্ষা হয়নি তার। গত বুধবার দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী থানার দিয়াসুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গৌরনদীর টিকাশার গ্রামের মো. এস্কেন্দার সরদারের ছেলে শফিকের কাছ থেকে ২০১৪ সালে ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় ২০১৮ সালে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত।
পুলিশের চাকরি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ববি শিক্ষার্থী আটকপুলিশের চাকরি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ববি শিক্ষার্থী আটক
কিন্তু জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান শফিক। কয়েক বছরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গ্রেফতার এড়াতে শফিক তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।