হিন্দি ওয়েব সিরিজের জন্য লুক বদলালেন জিৎ, রয়েছেন প্রসেনজিৎও

হিন্দি ওয়েব সিরিজের জন্য লুক বদলালেন জিৎ, রয়েছেন প্রসেনজিৎও

বিনোদন ডেস্ক :  ‘চেঙ্গিজ’-এর প্যান ইন্ডিয়া রিলিজের পর এবার হিন্দি বলয়ে অভিষেক ঘটেছে জিতের। এবার আক্ষরিক অর্থেই বলিউডের ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন টলিউড সুপারস্টার জিৎ মদনানি। চমক অবশ্য এখানেই শেষ নয়! এই একই ওয়েব সিরিজে দেখা যাবে খোদ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও।

হিন্দি ওয়েব সিরিজের জন্য লুক বদলালেন জিৎ, রয়েছেন প্রসেনজিৎও

এবার বাংলার দুই মহারথীর অ্যাকশন ধামাকা দেখবে বলিউড। আবার শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্য়ায়েরও থাকার কথা। দুই অভিনেতাই অবশ্য বলিউডে এখন নিয়মিত।

জল্পনা মাস খানেক থেকেই। গত এপ্রিল মাসেই শোনা গিয়েছিল, নীরজ পাণ্ডে পরিচালিত ‘খাকি’র সিক্যুয়েলে থাকছেন জিৎ। এবার খবর, সেই জন্য লুকও বদলে ফেলেছেন ‘বুমেরাং’ অভিনেতা। এই সিনেমার প্রচারে জিৎকে যে লুকে দেখা যাচ্ছে, সেটা ‘খাকি ২’-এর জন্যই। পুলিশ অফিসারের চরিত্রের জন্য গোঁফ রেখেছেন অভিনেতা।

আসলে বিহারের পর বেঙ্গল চ্যাপ্টার দেখানোর পরিকল্পনা করেছেন নীরজ। প্লট রুদ্ধশ্বাস পুলিশি অপারেশন। সূত্রের খবর, লোকসভা ভোটের পরই কলকাতায় শুরু হবে শুটিং। লালবাজার চত্বর, মধ্য ও উত্তর কলকাতার বিভিন্ন লোকেশনে শুট হওয়ার কথা। যদিও নীরজের সিরিজের জন্য জিতের লুক বদলের জল্পনা নস্যাৎ করে দিয়েছে তাঁর টিম।