আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের নেতা চন্দ্র কুমার বোস বলেছেন, হিন্দুদের ছাগলের মাংস খাওয়া উচিত না।
ভারতজুড়ে গরুর মাংস খাওয়া নিয়ে সহিংসতা এবং গোমুত্র নিয়ে বিজেপির নেতাদের নির্বাচনী প্রচার বিষয়ে বিতর্কের মধ্যে এমন মন্তব্য করলেন চন্দ্র কুমার বোস।
তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা সুভাষ চন্দ্র বোসের প্রপৌত্র।
চন্দ্র কুমার বোস টুইটারে লেখেন, ‘গান্ধীজি কলকাতার উডবার্ন পার্কে আমার দাদা শরৎ চন্দ্র বোসের বাড়িতে মাঝে মাঝে এসে থাকতেন। সেখানে এসে তিনি ছাগলের দুধ খেতে চাইতেন। তার জন্য দুটি ছাগল নিয়ে আসা হতো। হিন্দুদের রক্ষক গান্ধী ছাগলকে মায়ের মতো দেখতেন এবং তার দুধ খেতেন।’
তবে তার এ টুইটারের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার গভর্নর তথাগত রায়।
তিনি পাল্টা টুইটারে জানান, ‘না গান্ধীজি না আপনার দাদা ছাগলকে কখনো মা বলে সম্বোধন করেছেন- এটাই ছিল আপনার সার কথা। না গান্ধীজি (অথবা অন্য কেউ) কখনো দাবি করেছে যে তিনি হিন্দুদের রক্ষাকর্তা। আমরা হিন্দুরা গরুকে মা বলে মর্যাদা দিই, ছাগলকে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।