হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানো নিয়ে অনেক কথা হচ্ছিল। এরপর আলু চাষী ও ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে এবং ভাড়া যেন কমানো হয় সেই দাবি জানাচ্ছিল। কিন্তু ভাড়া কমানো হবে নাকি বাড়ানো হবে নাকি যা আছে তাই থাকবে সে বিষয়টি অবশেষে সুরাহা করা হলো।
এখন থেকে হিমাগারের আলু সংরক্ষণ করতে চাইলে এক কেজির বিপরীতে খরচ করতে হবে ৬.৭৫ টাকা। এ বিষয়টি নিশ্চিত করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান। এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কৃষি বিপণন আইনের ক্ষমতাবলে প্রতি কেজির বিপরীতে এ অর্থ নির্ধারণ করে দেওয়া হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন হিমাগারে আলু সংরক্ষণের নিমিত্তে এখন থেকে ৬.৭৫ টাকা করে দিতে হবে। তবে হিমাগারের মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন ৮ টাকা ভাড়া নির্ধারণের পক্ষে ছিল। তারা প্রতি কেজি আলু সংরক্ষণে আট টাকা নির্ধারণ করে দিয়েছিল। তবে আজ ৬.৭৫ টাকার বিষয়টি নিশ্চিত করলো কৃষি বিপণন অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।