বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর বুকে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি, জীবনের আগমন, পৃথিবীর পরিবর্তনের ইতিহাস এবং এমন অনেক তথ্যের সঠিক উত্তর দেওয়ার সুযোগ হাতে পেলেন বিজ্ঞানীরা। ভারতীয় বিজ্ঞানীদের হাত ধরে এক মহান আবিষ্কার এবার এসব প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
ভারতের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সস এবং জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কুমায়ুন হিমালয়ের বিভিন্ন অংশে খোঁজ চালাচ্ছিলেন। গঙ্গোত্রী হিমবাহ পর্যন্ত অংশ জুড়ে গবেষকেরা হিমালয়ের পাথরের তলায় লুকিয়ে থাকা সত্যের সন্ধানে রাতদিন এক করছিলেন। আর সেই লড়াইয়ের ফলও পেলেন তাঁরা।
হিমালয়ের এই অংশজুড়ে খোঁজ চালিয়ে গবেষকেরা হিমালয়ের তলায় এমন কিছু ধাতু ও পাথরের সন্ধান পেয়েছেন যা মহাসমুদ্রের তলায় ছিল আনুমানিক ৬০ কোটি বছর আগে।
পৃথিবী ৭০ থেকে ৫০ কোটি বছর আগে একটি পুরু বরফের চাদরে ঢাকা জায়গা ছিল। সেখানে এই মহাসমুদ্রের অবস্থান ও তারপর জীবনের শুরু কীভাবে হল তার উত্তর এই হিমালয়ের নিচে পাওয়া মহাসমুদ্রের পাথর ও ধাতু থেকে খুঁজে বার করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
এই আবিষ্কার এক এমন আবিষ্কার যা পৃথিবীর পরিবর্তনের ইতিহাস বদলে দিতে পারে। খোঁজ দিতে পারে অনেক নতুন সত্যের। যা হয়তো এখনও অনুমানের ওপর নির্ভরশীল। তাই হিমালয়ের তলায় এক মহাসমুদ্রের সন্ধানে বিজ্ঞানী মহল উচ্ছ্বসিত।
কোটি কোটি বছর আগের মহাসমুদ্র সম্বন্ধে বিজ্ঞানীদের হাতে তেমন তথ্য এখনও নেই। এই আবিষ্কার সেই তথ্যের ভাণ্ডারকে অনেকটা সমৃদ্ধ করতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।