বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা কী, তা নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষা চলছে।
গুঞ্জন শোনা যাচ্ছে, রাজকুমার হিরানি অথবা রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে কিংবা ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলির সিনেমায় অভিনয় করবেন শাহরুখ। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বলিউড কিং খান।
এদিকে বলিউড হাঙ্গামা জানিয়েছে, শেষ পর্যন্ত রাজকুমার হিরানিকে গ্রিন সিগন্যাল দিয়েছেন শাহরুখ। একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, চলতি বছরের শুরুতে এই প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু হয়। রাজকুমার হিরানিকে সম্মতি দিয়েছেন শাহরুখ। এটি অনেক বড় প্রজেক্ট। ২০২০ সালের এপ্রিল অথবা মে মাসে সিনেমার সেট তৈরি হবে। নির্মাতারা ২০২১ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন। সিনেমায় কারা অভিনয় করবেন এবং এর গল্প কেমন, তা আপাতত গোপন রাখা হয়েছে।
গত বছর ডিসেম্বরে মুক্তি পায় শাহরুখ অভিনীত জিরো। এটিই তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। মুক্তির পর বক্স অফিসে ব্যর্থ হয় এই সিনেমা। চলতি বছর শাহরুখ খানের কোনো সিনেমা মুক্তি পায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।