হিলিতে কমছে পেঁয়াজের দাম

জুমবাংলা ডেস্ক : হিলি স্থলবন্দরে পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। এক লাফে একদিনের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজিতে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। যে পেঁয়াজ গতকাল শনিবার খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতিকেজি ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। আজ সেই পেঁয়াজই প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। বাজারে আমদানি বেশি হওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ এখন সাধারন ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসছে। প্রশাসনের বিভিন্ন স্থানে পেঁয়াজের দাম মনিটরিং করায় হঠাৎ করে কমতে কমে এসেছে পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা বলছেন, তারা যে পেঁয়াজ গতকাল শনিবার ১৯০ থেকে ১৯৫ টাকা পাইকারি দরে কিনেছে সেই পেঁয়াজ আজ ১৪০ থেকে ১৫০ টাকা পাইকারিতে ক্রয় করে খুচরা বাজারে বিক্রয় করছে। হঠাৎ করে বাজারে পেঁয়াজ আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। আগামীতে আরো দাম কমার সম্ভাবনা রয়েছে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *