জুমবাংলা ডেস্ক : দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় নতুন আলু আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে মেসার্স সুমাইয়া ইন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ট্রাকে ২২ মেট্রিক টন নতুন আলু আমদানি করেছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘দেশে আলু আবাদের এখনও মৌসুম শুরু হয়নি। কিন্তু ভারতের বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে। ফলে দেশের বাজারে এই নতুন আলুর চাহিদা রয়েছে। তাই আমদানি করা হচ্ছে। পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হিসেবে দাম পাবো বলে আশা করছি। এই প্রথম ভারত থেকে একটি ট্রাকে ২২ মেট্রিক টন নতুন আলু আমদানি করা হয়েছে।
তিনি আরও জানান, আমদানি করা ভারতীয় আলুর চালান রাতের মধ্যে কাস্টমস থেকে খালাস হলে শুক্রবার (৪ অক্টোবর) থেকে হিলিসহ ঢাকার বাজারে পাওয়া যাবে।-ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।