জুমবাংলা ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ ৬ দিন বন্ধের পর শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।
আমদানি-রপ্তানির প্রথম দিন উভয় দেশের কাষ্টমস কর্মকর্তাগণ মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে।
দিনাজপুর হিলি স্থলবন্দর পুলিশের কর্মকর্তা পরিদর্শক বদিউজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ১মে থেকে ৬ মে পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে ৬ দিন হিলি স্থলবন্দরে উভয় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
শনিবার সকাল ৯টায় হিলি স্থলবন্দর কাস্টমসের উপ-পরিচালক রেজাউল করিম এবং ভারত হিলি কাস্টমসের কর্মকর্তা জিতেন্দ্র ভট্টাচার্য্য মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
হিলি পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ সাংবাদিকদের জানান, পবিত্র ঈদুল ফিতর, মে দিবস ও সাপ্তাহিক ছুটিসহ ৬ দিন বন্ধের পর শনিবার সকাল ৯ টায় ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী গাড়িগুলো প্রবেশ করছে। গাড়িগুলো আনলোড করে দেশি গাড়িতে লোড করে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুন জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮২টি পণ্য বোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এসব ট্রাকে ভারতের পিয়াজ, মুড়ির চাল, ভুট্টা ও পাথর আমদানি করা ট্রাক ছিল। আমদানিকৃত ট্রাক পানামা পোর্টে যথারীতি খালাসের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দর থেকে প্রায় শতাধিক ট্রাক পণ্যবাহী মালামাল নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।