জুমবাংলা ডেস্ক : ‘প্রযুক্তিচালিত সমাজ ব্যবস্থায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশা’ এ প্রতিপাদ্য বিয়য় নিয়ে দ্বিতীয়বারের মতো সারাদেশের বিভিন্ন পর্যায়ে হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে সম্মেলন করেছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
আজ ৬ ডিসেম্বর ২০১৯ ইনস্টিটিউটের নিজস্ব মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আইসিএমএবি’র সভাপতি জনাব এম আবুল কালাম মজুমদার (এফসিএমএ) তার বক্তব্যে এই পেশার বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে এই পেশার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরও নতুন এবং ভিন্ন সেবাদানে সক্ষম হয়ে উঠতে হবে। চিরাচরিত কাজের বাইরে গিয়ে ব্যবস্থাপনা এবং নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হয়ে উঠতে হবে। ১৭ কোটি জনসংখ্যার দেশে এই পেশার ডিগ্রিধারী পেশাদার এখনো মাত্র ৪ হাজারের মতো। এই প্রেক্ষিতে এই পেশার শিক্ষক ও বিশেষজ্ঞরা তাদের দায়িত্ব পালনের মাধ্যমে প্রয়োজনীয় পেশাদার জনগোষ্ঠী গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।
আইসিএমএবি’র অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের পরামর্শক এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র শীল এফসিএমএ উদ্বোধনী সেশনে ‘ইন্ট্রোডিউসিং দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শিরোনামে একটি প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে তিনি ইনস্টিটিউটের সূচনা, সংক্ষিপ্ত ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। একইসাথে তিনি এই পেশাদারী শিক্ষার কারিকুলামের বিষয়েও ধারণা দেন। ইনস্টিটিউটের সচিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের যুগ্ম সচিব জনাব মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দেন।
আইসিএমএবির সহ সভাপতি এবং এডুকেশন কমিটির চেয়ারম্যান জনাব জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ অনুষ্ঠানের শুরুতে তার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যে চারপাশ এবং ভবিষ্যতের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে ঘটতে থাকা পরিবর্তনের সাপেক্ষে নতুন জ্ঞান আহরণ এবং তার সাথে অভ্যস্ত ও দক্ষ হয়ে ওঠার জন্য এই পেশার সাথে সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধ করেন।
প্রথম টেকনিক্যাল সেশনে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাহতাব উদ্দীন আহমেদ এফসিএমএ প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন।
‘ডিজিটাল ট্রান্সফর্মেশন: ইজ দ্য অ্যাকাউন্টিং প্রোফেশন রেডি’ শিরোনামের এই সেশনে তিনি নিজস্ব উপস্থাপনায় তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন এবং আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন পেশায় এর প্রভাব কীভাবে পড়বে তার ধারণা দেন। তিনি সব পেশার মতো অ্যাকাউন্টিং পেশাদার এবং শিক্ষকদেরও এই পরিবর্তনের জন্য প্রস্তুত হতে এবং প্রয়োজনীয় নতুন দক্ষতা ও জ্ঞান লাভের তাগিদ দেন।
গ্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর জনাব হাসনাইন তৌফিক আহমেদ (এফসিএমএ) এই উপস্থাপনার বিষয়ে বক্তব্য দিতে গিয়েও নতুন দক্ষতা এবং জ্ঞানের প্রতি গুরুত্ব দেন। এই সেশনটি পরিচালনা করেন জনাব পার্থপ্রতীম দেব, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
দ্বিতীয় টেকনিক্যাল সেশনটির মূলভাব ছিল ‘ইমার্জিংকর্পোরেট রিপোর্টিং ফ্রেমওয়ার্কস’ এবং বিষয় ছিল ‘সাসটেইনিবিলিটি রিপোর্টিং-অ্যালাইনিং উইথ দ্য ২০৩০ এজেন্ডা।’ আইসিএমএবি’র সহ সভাপতি এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আরিফ খান এফসিএমএ এই সেশন পরিচালনা করেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. ইউসুফ কামাল এই সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জনাব মোঃ তৌহিদুল আলম খান (এফসিএমএ), প্রাইম ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার এই সেশনে মূল প্রবন্ধের বিষয়ে বক্তব্য প্রদান করেন।
তৃতীয় টেকনিক্যাল সেশনের মূলভাব ছিল ‘কর্পোরেট গভর্নেন্স’ এবং আলোচ্য বিষয় ছিল ‘রিসেন্ট ডেভেলপমেন্টস ইন কর্পোরেট গভর্নেন্স’। আইসিএমএবি’র কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ড. স্বপন কুমার বালা (এফসিএমএ) এই সেশন পরিচালনা করেন। সূত্র : অর্থসূচক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।