ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
আজ (৩০ আগস্ট) সকালে তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে জানানো হয়, রাতের হামলার পর এখন তিনি হুঁশ ফিরে পেয়েছেন।
স্ট্যাটাসে সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়। সঙ্গে প্রকাশ করা হয় একটি ছবি। ছবিতে দেখা গেছে, হাসপাতালের শয্যায় শুয়ে আছেন নুর; নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের জানান, নুরের অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নাক ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন।
গতকাল শুক্রবার বিজয়নগরে বিক্ষোভকালে লাঠিচার্জে আহত হয়ে মাটিতে পড়ে যান নুর। সহকর্মীরা তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রাতেই তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
ঘটনার পর ঢাকা মেডিকেলে ছুটে আসেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে আসিফ নজরুলকে দেখে গণঅধিকারের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং কিছু সময়ের জন্য তাকে অবরুদ্ধ রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।