স্পোর্টস ডেস্ক : মনের জোরটা পুরোপুরিই ছিল মাশরাফি বিন মর্তুজার। সেজন্য দুই পায়ের কতকগুলো ইনজুরি নিয়ে চালিয়ে গেছেন খেলা। তার ক্যারিয়ারটা আরও দশ বছর আগে শেষ হয়ে যেতে পারতো। কিন্তু মাশরাফি তার ক্যারিয়ারে মুকুট যোগ না করে থামেননি। নেতৃত্ব দিয়ে নিজেকে বাংলাদেশ ক্রিকেটের সেরাদের সেরা করেছেন।
নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন মাশরাফি। তবে এও জানিয়ে দিলেন, হুট করেই সমাপ্তি টানতে পারেন ক্যারিয়ারের। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওভাবেই নিয়েছেন তিনি। হুট করেই আন্তর্জাতিক টি-২০ থেকে সরে গেছেন। আবার অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন।
এ নিয়ে ক্রীড়াবিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে সাক্ষাৎকারে দেশসেরা অধিনায়ক বলেন, আমার ক্যারিয়ারের কোন সিদ্ধান্ত অন্যের পরামর্শে নেইনি। সেজন্য আমি গর্বিত। এভাবেই আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেয়েছি। আমি শুধু আমার পরিবারকে জানিয়েছি, আমার সতীর্থদের বলেছি। কিন্তু কোন কোচকে কখনও বলে সিদ্ধান্ত নেইনি। তবে তখনকার পরিবেশটা গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিতে ওটাই যথেষ্ঠ।’
মাশরাফি জানান, এখনও তিনি ক্রিকেট খেলে যেতে চান। কিন্তু সকালে উঠে যদি তার মনে হয়, আর ভালো লাগছে না। তবে অবসর নিয়ে নিতে পারেন। এছাড়া মাশরাফি জানান, ইংল্যান্ডে বিশ্বকাপের শেষ ম্যাচে তিনি অবসর নিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু নেননি। পরে তার জন্য বিদায়ী ম্যাচ আয়োজনের তোড়জোড় তাকে বিব্রত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।