Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হামলা চালাতে পাঠানো প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি এয়ার ডিফেন্স। শনিবার আরব জোটের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের।
প্রকাশিত খবরে বলা হয়েছে, শনিবার ভোরে হুতি বিদ্রোহীরা দেশটির দক্ষিণাঞ্চলে ড্রোন হামলার চেষ্টা করে। তবে সৌদি এয়ার ডিফেন্স সেই হামলা নস্যাৎ করে দেয়। পাশাপাশি বিস্ফোরক ভর্তি ড্রোনটি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।
দেশটির বিমান বাহিনীর কর্নেল তুর্কি আল-মালিকি সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। তবে তিনি হামলার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বে-সামরিক লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।