বিনোদন ডেস্ক: কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
মঙ্গলবার (১৯ জুলাই) এই কিংবদন্তির দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের প্রথম সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করেছেন নায়িকা।
ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মিম লিখেছেন, সিনেমার দুনিয়ায় আমার পথচলা হুমায়ূন আহমেদ স্যারের মাধ্যমে। সিনেমার নাম ‘আমার আছে জল’। প্রথম দিনের শুটিংয়ের কথা মনে পড়ছে। রেলস্টেশনে আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছি- এমন একটা দৃশ্য। স্যার শট নিচ্ছেন। এক কিংবা দুইবারেই শট ওকে হয়ে গেল। স্যার খুব খুশি হয়ে বললেন- ‘বাহ, এত জলদি ওকে হয়ে গেল। খুব ভালো, শুভসূচনা হয়েছে সিনেমার।’ স্যারের আনন্দ দেখে আমার যে কী পরিমাণ আনন্দ হলো, ভাষায় প্রকাশ করার মতো না!
তিনি আরও লেখেন, ‘স্যার (হুমায়ূন আহমেদ) আনন্দের পাশাপাশি টেনশনও দিতেন, প্রয়োজনীয় টেনশন যাকে বলে। সিনেমাটি যারা দেখেছেন, তারা জানেন শেষ দৃশ্যে আমাকে পুকুরের মাঝে দেখা যায়।
স্যার বললেন, ‘সাঁতার পারো? না পারলে তো হবে না। এই দৃশ্য লাগবেই। পানিতে ফেলে দেব তোমাকে।’ এই কথা আমার মনে অদ্ভুত এক ভয় আর টেনশন ঢুকিয়ে দিয়েছিল। টেনশনের চোটে আমি শুধুমাত্র এই সিনেমার জন্য সাঁতার শিখে ফেললাম। এই সিনেমাতে অভিনয়ের আগ পর্যন্ত আমি সাঁতার জানতাম না।’
মিম সাঁতার শিখে সেই দৃশ্যের জন্য প্রস্তুতি নিলেও, নায়িকাকে চমক দিতে তার জন্য পুকুরের মাঝে একটি ভেলার ব্যবস্থা করে রেখেছিলেন হুমায়ূন আহমেদ। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে মিম জানান, ‘নির্ধারিত দিনে সেই বিশেষ দৃশ্যের শুটিংয়ের সময় আমি ভয়ে ভয়ে সেটে গেলাম। গিয়ে অবাক হলাম। কারণ, আমার জন্য স্যার পুকুরের মাঝে আগেই একটি ভেলার ব্যবস্থা করে রেখেছিলেন, যেন আমার কোনো ধরনের সমস্যা না হয়। এই ব্যাপারটা কেউ জানত না। শুধুমাত্র আমাকে টেনশনে রেখে এরপরে চমকে দেওয়ার জন্যই এই কাজটি করেছিলেন স্যার। এমনই ছিলেন আমাদের হুমায়ূন আহমেদ স্যার।’
ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করছে মিমের ‘পরাণ’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এমনকি অভিনয়শিল্পীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী। তবে তার অভিনয় দেখে হুমায়ূন আহমেদ কী বলতেন, সেটি জানার আক্ষেপ রয়ে গেছে নায়িকার। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আজকে যখন আমার পরাণ সিনেমা রিলিজ হয়েছে, দর্শকেরা এত পছন্দ করছেন এই সিনেমা, টিকেটের জন্য এত ভিড় করছেন; সেই ভিড়ের মাঝে তখন আমি একজন হুমায়ূন আহমেদকে খুঁজে ফিরি। স্যার বেঁচে থাকলে কী হতো, স্যার কতটা খুশি হতেন আমার অভিনয় দেখে। পরাণ দেখে তার মন্তব্য কী হতো, আমার এই সাফল্য দেখে কেমন বোধ করতেন খুব জানতে ইচ্ছে করে। তবে জানার উপায় নেই। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই প্রিয় হুমায়ূন আহমেদ স্যার।’
প্রসঙ্গত, হুমায়ূন আহমেদের নির্মিত ‘আমার আছে জল’ সিনেমায় মিম ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, জাহিদ হাসান, শাওন, পীযূষ বন্দোপাধ্যায়, সালেহ আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, এজাজুল ইসলাম, মুনিরা মিঠু, মাজনুন মিজান, পুতুল, রুদ্র, ওয়াফা প্রমুখ। ২০০৮ সালে সিনেমাটি দুটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।