বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : হুয়াওয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট ৭০-এর সব উপাদান সম্পূর্ণ চীনের তৈরি বলে জানিয়েছেন কোম্পানির সিইও রিচার্ড ইউ। সম্প্রতি চীনের শেনজেনে বাওয়ান মিডল স্কুলের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ইউ বলেন, ‘মেট ৭০-এর মধ্যে রয়েছে কিরিন ৯০২০ চিপ, যা হুয়াওয়ে নিজেই ডিজাইন ও উৎপাদন করেছে।’
প্রতিষ্ঠানটির নির্বাহী জানিয়েছেন, হুয়াওয়ে তাদের চিপের পুরো উৎপাদন চীনে করছে। এটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির জন্য একটি বড় অর্জন। এখন হুয়াওয়ে তার সমস্ত চিপ চীনে উৎপাদন করছে। রিচার্ড ইউর মতে, এটি চিপ উৎপাদনে পূর্ণ স্বাধীনতা অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া কোম্পানিটি পশ্চিমা বিশ্বের কোনো প্রভাব ছাড়াই তাদের স্মার্টফোন ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হয়েছে। হুয়াওয়ে স্মার্টফোনের জন্য দুটি গুরুত্বপূর্ণ উপাদান সফলভাবে তৈরি করেছে, নিজস্ব চিপসেট ও অপারেটিং সিস্টেম।
নিজেদের তৈরি চিপ ছাড়াও মেট ৭০ চলছে ‘হারমনি ওএস নেক্সট’ অপারেটিং সিস্টেমে, যা সম্পূর্ণভাবে হুয়াওয়ের ডিজাইন করা। এ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বা এওএসপি (অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট) কোডের ওপর নির্ভরশীল নয়। ফলে এটি অ্যান্ড্রয়েড অ্যাপস সরাসরি সমর্থন করে না। তবে হারমনি ওএস নেক্সট চীনের বাইরে ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হবে কিনা, এটি এখনো স্পষ্ট নয়। এছাড়া চীনের বাইরে অ্যাপ সমর্থনের সীমাবদ্ধতা আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য চ্যালেঞ্জ হতে পারে।
গত নভেম্বরের শেষে মেট ৭০ সিরিজ উন্মোচন করে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। ওই সময় কোম্পানিটি জানায়, হুয়াওয়েকে গুগলের অ্যান্ড্রয়েড পরিষেবায় নির্ভর করতে হবে না। নতুন অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে না। পাশাপাশি মেট ৭০ সিরিজে যুক্তরাষ্ট্রের তৈরি কোনো ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হবে না।
মেট ৭০ সিরিজে রয়েছে চারটি মডেল- মেট ৭০, মেট ৭০ প্রো, মেট ৭০ প্রো প্লাস ও মেট ৭০ আরএস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।