গত দুই বছর ধরে ফোরজি এর কথা উল্লেখ না করে হুয়াওয়ে স্মার্টফোনের অন্যান্য সকল দিক ডেভেলপ করার চেষ্টা করে আসছে। হুয়াওয়ে সর্বশেষ ফাইভ-জি নেটওয়ার্ক ক্ষমতাসহ নতুন ফোন পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এক সপ্তাহ আগে একটি নতুন স্মার্টফোনের কথা উল্লেখ করা হয় যা দেখতে Huawei P40 Pro হ্যান্ডসেটের মতই ছিল।
এ হ্যান্ডসেট ২০২০ সালের দিকে রিলিজ করা হয়েছিল। টিপস্টার প্লাটফর্মে নতুন ফোন সম্পর্কে স্টোরি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে, ফোনটির 5g ফিচার নিয়ে বিস্তারিত গবেষণা চালানো হচ্ছে। ফোনটিতে ম্যাট্রিক্স ক্যামেরার সিস্টেম রয়েছে এবং এটি 5g ফিচারের সাপোর্ট নিতে পারে।
মোবাইলের ব্যাকগ্রাউন্ড এর কালার হচ্ছে নীল। কালারের কথা বিবেচনা করলে এটি দেখতে অনেকটা P60 Art Azure Blue এর মতই। P40 সিরিজের ডিজাইনে যেরকম নান্দনিকতা ছিল তা আবার ফিরে আসতে পারে। P40 সিরিজের আগে এটি ছিল গ্রাহকদের মধ্যে ফাইভ-জি নিয়ে আসা সর্বশেষ ফোন।
এ মোবাইলে ফোনে পাঞ্চ হোল সহ পূর্ণাঙ্গ স্ক্রিন দেখতে পাওয়া যাবে। আগের বছরে তুলনায় বর্তমানে হুয়াওয়ে তাদের স্মার্টফোনে 5g টেস্ট করার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। তবে এসব ফোন সত্যিই গণ উৎপাদনে আসবে কিনা এবং আসলে কবে মার্কেটে রিলিজ হবে তা এখনো নিশ্চিত করে বলা যায় না।
মনে করা হচ্ছে যে, Huawei P60 Art প্রো+ পাইপলাইন থেকে বাদ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে এটি নিয়ে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। 5g স্মার্টফোন টেস্ট করে দেখার ক্ষেত্রে হুয়াওয়ে অনেক বেশি একটিভ যা প্রযুক্তি দুনিয়ায় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি সুসংবাদ। তবে এ সকল স্মার্টফোন ব্র্যান্ডটি গণ উৎপাদনে নিয়ে আসতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।