বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ময়ের সাথে সাথে মানুষের পছন্দ ও রুচি বদলায়। ২ হাজার সালের শুরুতে ছোট ফিচার ফোনই ছিল মানুষের একমাত্র ভরসা। সময়ের পালা বদলে ছোট থেকে ফোনের আকার বড় হতে থাকে। আসে স্মার্টফোন। আবার সবাই এখন ছোট ফোনের দিকে ঝুঁকছে।
গ্রাহকদের রুচি ও চাহিদার কথা ভেবে পকেট ফোল্ডেবল ফোন নিয়ে এলো চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। মডেল ‘হুয়াওয়ে পি৫০’। এটির নাম দেয়া হয়েছে হুয়াওয়ে পি৫০ পকেট ফোল্ডেবল ফোন। এটি তাদের প্রথম ক্লামশেল ফোল্ডেবল ফোন।
হুয়াওয়ে পি৫০ পকেট ফোল্ডেবল ফোনে রয়েছে মাল্টি-ডাইমেনশনাল হিঞ্জ ডিজাইন, যা ক্রিজিং বাদ দিয়েই আনফোল্ড করতে পারে। এই ফোনে রয়েছে, একটি ৬.৯ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০Hz এবং টাচ স্যাম্পলিং রেট ৩০০Hz। এই মেন ডিসপ্লে আসলে ফুল HD এবং তার রেজোলিউশন ২৭৯০X১১৮৮ পিক্সেলস।
হঠাৎ করেই শাহরুখ হয়ে উঠলেন একজন নারী (ভিডিও)
ক্রিস্টাল হোয়াইট এবং অবসিডিয়ান ব্ল্যাক এই দুই কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আপাতত চীনের মার্কেটে নিয়ে আসা হয়েছে ফোনটি। এছাড়াও এই ফোনের একটি বিশেষ প্রিমিয়াম এডিশন তৈরি করেছে কোম্পানি, যার ডিজাইন করেছে আইরিস ভ্যান হারপেন। এই প্রিমিয়াম এডিশনে রয়েছে গোল্ড ফিনিশ ও তার সঙ্গে ফ্লোয়িং প্যাটার্ন।
এই লেটেস্ট পকেট ফোল্ডেবল স্মার্টফোনের ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। ফোনটির প্রিমিয়াম মডেল অর্থাৎ ১২জিবি র্যাম ও ৫১২জিবি স্টোরেজ মডেলের দাম ১ লাখ ৪৮ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে এই ফোন কবে নাগাদ লঞ্চ হবে এবং তার দাম কী হবে, তা এখনও জানায়নি হুয়াওয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।