হুয়াওয়ের যে গাড়ি মাত্র ১০% চার্জ নিয়ে ১২০ কি.মি পর্যন্ত ছুটে যেতে সক্ষম

হুয়াওয়ের যে গাড়ি

হুয়াওয়ে যদি এখন স্মার্টফোন ছেড়ে বাজারে গাড়ি বিক্রি করা শুরু করে তাহলে স্বাভাবিকভাবেই আপনি অবাক হবেন। তবে হুয়াওয়ে এখন সত্যি সত্যি একটি গাড়ি ম্যানুফ্যাকচার সম্পন্ন করেছে এবং বাজারে বিক্রির জন্য উন্মোচন করে জনপ্রিয়তাও লাভ করেছে।

হুয়াওয়ের যে গাড়ি

হুয়াওয়ে এর এ গাড়ির নিরাপত্তা প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এবং ব্যাটারির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া গাড়ির বিনোদন এবং তথ্য সিস্টেম বেশ সন্তোষজনক।

গাড়িটি মূলত বিদ্যুৎ এর উপর নির্ভর করে চালিত হয়। গাড়িটির স্টান্ডার্ড এবং পারফরম্যান্স দুইটি এডিশন বাজারে রিলিজ করা হয়েছে এ মাসেই।

স্ট্যান্ডার্ড ভার্সনের গাড়িতে একটি ইলেকট্রনিক মটর এবং পারফরম্যান্স এডিশনের গাড়িতে দুটি ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে।

এ গাড়ির ৩৬৫ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা রয়েছে। একটি প্রেজেন্টেশনে টেসলা মডেলের গাড়ির সাথে এটির তুলনা করা হয়। একবার চার্জ হয়ে গেলে গাড়িটি ৬২০ কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে সক্ষম।

এ গাড়িটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত গতিতে চার্জ হওয়ার সক্ষমতা। ৩০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। ‌মাত্র ১০% চার্জ নিয়ে আপনি ১২০ কিলোমিটার পর্যন্ত দূরে যেতে সক্ষম হবেন।

পারফরম্যান্স এডিশনের গাড়িটি শূন্য থেকে ১০০ কিলোমিটার পার আওয়ার পর্যন্ত পৌঁছাতে মাত্র ৪.৫ সেকেন্ড সময় নেয়। একটি SUV গাড়ির জন্য এ ফিচার বেশ অবাক হওয়ার মতোই।

huawei এর গাড়ির মডেলের নাম Aito Wenjie M5। গাড়ির ডিজাইন সুন্দর এবং এটি বেশ ব্যয়বহুল। আমেরিকার টেসলার গাড়ির সঙ্গে আপনি এর তুলনা করতে পারেন।

huawei এর গাড়িটির আরেকটি নজরকাড়া ফিচার হচ্ছে গাড়ির মধ্যে ইউএসবি টাইপ-সি এর প্যাড দেওয়া হয়েছে। আপনি স্মার্টফোন এবং ল্যাপটপ চার্জ করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ কাজ গাড়ির মধ্যে সেরে ফেলতে পারবেন।

এমনকি গাড়ির মধ্যে একটি বড় ওয়ারলেস ডিসপ্লে দেওয়া হয়েছে যেটি আপনার স্মার্টফোন বা ট্যাবলেট এর সঙ্গে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন।

আপনি সাধারণত গাড়ির মধ্যে দরজা খুলে যেভাবে প্রবেশ করেন সে প্রথাগত পদ্ধতি বাদেও মোবাইলের ব্লুটুথ বা ঘড়ির ব্লুটুথ এমনকি স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেও গাড়ির দরজা খুলতে পারবেন।

Aito Wenjie M5 গাড়িটির স্ট্যান্ডার্ড এডিশন এর দাম ৪১ হাজার ৫০০ ডলার। রুপিতে ৩৪ লাখের কাছাকাছি দাম হবে। গাড়িটি শুধুমাত্র চায়নার বাজার উন্মুক্ত করা হবে বিধায় প্রযুক্তিপ্রেমীরা হতাশ হয়েছে। এমনকি এ গাড়ির মধ্যে ইংরেজি ভাষার সিস্টেম ব্যবহার করা হয়নি।