নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বলিউড বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যে কারণে টলিউডেও ‘নারী সুরক্ষা কমিটি’ তৈরির আবেদন উঠেছে একাধিকবার।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে নারী নিগ্রহের ঘটনা এখন চর্চিত বিষয়। সম্প্রতি একাধিক অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শীলকেও বহিষ্কার করেছে ডিরেক্টরস গিল্ড। সদ্য যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও এক পরিচালক-প্রযোজক। এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকারা শোবিজাঙ্গনে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। কেউ কেউ ‘মি টু’ আন্দোলনে যোগ দিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনা তুলে ধরেছেন।
এবার এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা শোনা গেল ওপার বাংলার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে। টলিউডে জায়গা পাকা করতে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় সকলকেই। বাদ যান না গায়ক-গায়িকারাও। মুম্বাইয়ের সেই গল্পটা বরাবরই কঠিন থাকে তারকাদের জন্য।
আরব সাগর পারে নিজের জায়গা তৈরি করতে গিয়েছিলেন লগ্নজিতা। যার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং হৃতিক রোশনের কাকা রাজেশ রোশন।
মুম্বাইয়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তিনি। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন লগ্নজিতা। যেখানে গায়িকা জানান, কিভাবে হৃতিকের কাকা রাজেশ রোশনের আপত্তিকর কর্মকাণ্ডের শিকার হয়েছিলেন।
লগ্নজিতা বলেন, ‘রাজেশ রোশনের বাড়িতে গিয়েছিলাম কথা বলতে। আমি একটা স্কার্ট পরেছিলাম। উনি বললেন আমার একটা গান শোনাতে। ইউটিউবে আমি গান খুঁজছি। আর তখনই উনি আমার পাশে এসে বসেন। কিছু বোঝার আগেই স্কার্টের ভেতরে হাতটা ঢুকিয়ে দেন। সেদিন খুব খারাপ লেগেছিল।’
এ যুগের অন্যতম খ্যাতনামা গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। ‘বসন্ত এসে গেছে’ গান দিয়ে নজর কেড়েছিলেন সবার। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। আধুনিক বাংলা গান থেকে, ছবির গান, রবীন্দ্র সঙ্গীত সব জায়গাতেই দারুণভাবে পারফর্ম করে গেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।