বিনোদন ডেস্ক: ভারতের টিভি অনুষ্ঠান বিগবসের সিজন ১৩ এর বিজয়ী অভিনেতা ও মডেল সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। ভারতীয় গণমাধ্যম পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সিদ্ধার্থর বয়স হয়েছিল ৪০ বছর।
মুম্বাইয়ের কুপার হাসপাতালের এক কর্মকর্তা জানান, তাকে মৃত অবস্থায় কিছুক্ষণ আগে হাসপাতালে আনা হয়েছিল।
পিটিআইকে দেওয়া খবরে হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন সকালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। বাড়িতে তাঁর মা এবং বোন রয়েছে। সকাল ১১টার আশেপাশে অভিনেতাকে মুম্বইয়ের কুপার হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছোতেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের ফরেনসিক বিভাগের এক সিনিয়র চিকিৎসক জানিয়েছেন, ‘প্রাথমিক রিপোর্টে বোঝা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে, ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারছি না’।
বালিকা ভাদু টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য সিদ্ধার্থ বেশ পরিচিতি পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।