জুমবাংলা ডেস্ক : জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ চিকিৎসকসহ ২৯ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম এ তথ্য নিশ্চিত করেন।
ডা. সিয়াম বলেন, আক্রান্তের মধ্যে আটজন চিকিৎসক, দু’জন ওয়ার্ড মাস্টার, দু’জন ওয়ার্ড বয় এবং ১৫ জন সিস্টার। রোগী সবসময়ই ছিল আমাদের। তাদের মধ্যে থেকেই ১০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর চিকিৎসকসহ অন্যদের টেস্ট করানো হয়। সেখান থেকেই পর্যায়ক্রমে মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত ২৯ জনের পজিটিভ এসেছে। আমাদের স্যাম্পল আরও গিয়েছে, সেগুলো আসতে থাকবে।
তিনি বলেন, আজ একসঙ্গে অনেকের পজিটিভ এসেছে, তবে এর আগেও হয়েছে। গত তিন থেকে চারদিন ধরেই চিকিৎসকদের পজিটিভ হওয়ার সংবাদ আসছিল।
হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন বলেন, হাসপাতালের ২৯ নার্স এবং ১৬ থেকে ১৯ জন চিকিৎসক কোয়ারেন্টিনে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।