জুমবাংলা ডেস্ক : হেফাজতে ইসলামসহ উগ্র সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা। মঙ্গলবার সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও নিউমার্কেট চত্বরে সমাবেশ থেকে এ দাবি আসে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, উগ্র মৌলবাদী জঙ্গিগোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে। সাম্প্রদায়িক অপশক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে নেমেছে। বিজয়ের মাসে এই আঘাত আমরা কোনোভাবেই মেনে নেব না। অবিলম্বে হেফাজতসহ ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনার অংশ, অস্তিত্বের অংশ। বঙ্গবন্ধু আর বাংলাদেশ অভিন্ন স্বত্তা। বঙ্গবন্ধুর প্রতি যারা আঘাত করেছে তাদের সাথে কোনো আপস নেই। প্রয়োজনে আমরা একাত্তরের মত আবার যুদ্ধে যাব।
সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আবু বক্কর সিদ্দিকী, ফোরকান উদ্দিন আহমেদ, বাদশা মিয়া, ও নুরুল আমিন, মো. সেলিম চৌধুরী, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু, জসীম উদ্দিন, এডভোকেট সাইফুন্নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সেলিম রহমান, এডভোকেট জাহাঙ্গীর আলম, নুরুল হুদা চৌধুরী, নাজিম উদ্দিন, পংকজ রায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।