জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজত ইসলামের অন্যতম নেতা লোকমান হোসেন আমিনীকে আটক করেছে পুলিশ।
ফেসবুকে উস্কানীমূলক স্ট্যাটাস দেওয়া এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা করার অভিযোগে শনিবার রাতে তাকে মতূর্জাবাদ এলাকা থেকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের মতূর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষালম্বন করে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং উস্কানীমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এছাড়া গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় তাণ্ডবে অংশগ্রহণ করেন বলে পুলিশ নিশ্চিত হয়।
তিনি বলেন, পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১২টার দিকে মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে তাকে আটক করা হয়। তাকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



