স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট তাইজুল ইসলাম। এই বাঁ-হাতি স্পিনার টেস্ট ফরম্যাটে বাংলাদেশের অটোমেটিক চয়েজ হলেও ওয়ানডে ফরম্যাটে তাইজুল পায়ের নিচের মাটি শক্ত করতে পারেনি।
২০১৪ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে গত ৯ বছরে তাইজুল অবশ্য মোটে ১২টি ওয়ানডে খেলেছেন। অবশ্য পারফরম্যান্স মন্দ নেই এই বাঁহাতি স্পিনারের। এই ১২ ওয়ানডেতে ২২ গড়ে ২০ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথও মনে করেন, এই বাঁ-হাতি স্পিনারের ওয়ানডে খেলার প্রতিভা ভালোই রয়েছে।
ওয়ানডেতে তাইজুলের একমাত্র ফাইফার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে তাইজুলকে সমর্থন জানিয়ে হেরাথ বলেন, ‘আমার যতদূর মনে পড়ে তাইজুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ যে ম্যাচ খেলেছে, সেখানে ৫ উইকেট শিকার করেছে। আমার মনে হয়, তাইজুল এমন ক্রিকেটার যে ওয়ানডেতেও ভালো বোলিং করবে।
হ্যাঁ, আমি সবসময় তাইজুলের পক্ষে মত দিয়েছি। যেমনটা বললাম, সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। আমি তাইজুলের মধ্যে ওয়ানডে ক্রিকেটেরও অনেক প্রতিভা দেখতে পাই।’
অবশ্য হেরাথকে জিজ্ঞেস করে তাইজুলকে দলে নেওয়া হয়েছে, এমন নয়। বরং দুই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং তাইজুলের মধ্যে তাইজুলকে সেরা মনে হয়েছে নির্বাচকদের, এমন দাবি হেরাথের।
তিনি আরও যোগ করেন, ‘না, আমার মতামত নেওয়া হয়নি। যদি তাদের কখনো আমার পরামর্শ বা তথ্য নেওয়ার প্রয়োজন পড়ে, আমি খুশিমনে তাদেরকে বর্তমান এবং আগের পারফরম্যান্স সম্পর্কে জানাবো।
এটা আসলে কন্ডিশন এবং অবস্থার উপর নির্ভর করবে। যখন আসলে সাকিব থাকে তখন বাড়তি দুইজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন নেই, মিরাজও দলে থাকে। ফলে নাসুম এবং তাইজুলের মধ্যে কেবল একজনকেই বেছে নিতে পারতো নির্বাচকরা। দুইজনের পারফরম্যান্সই কাছাকাছি, তবে নির্বাচকরা তাইজুলকে সেরা ভেবে দলে নিয়েছে। এখানে কোচ এবং অধিনায়কের কল ছিল হয়ত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।