জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
রবিবার রাত ৮টা ৩৯ মিনিটে হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে। পরে তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে (আয়শা মেমরিয়াল) ভর্তি করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোঃ নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তাও প্রদান করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।
এর আগে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তার (জেলা জজ) শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে জানানো হলে তিনি তাকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন।’
ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক গত ১২ জুন থেকে করোনা ভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৩০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর রবিবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ৩৯ মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।