Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home হেলিকপ্টার দেখিয়ে প্রতারণা!
    জাতীয়

    হেলিকপ্টার দেখিয়ে প্রতারণা!

    Mohammad Al AminJanuary 29, 20214 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: এইট পাস রুবেল হেলিকপ্টারে ঘুরে বেড়ান৷ ক্যানাডিয়ান এনজিওতে চাকরি করেন বলে গরিব মানুষকে বাড়ি করে দেয়া, এলাকায় বাঁধ তৈরি করে দেয়াসহ অনেক রকমের আশ্বাস দিয়ে কোটি টাকা নিয়ে কেটে পড়েন৷ খবর ডয়চে ভেলের।

    ক্যানাডিয়ান একটি এনজিওর কার্ড ব্যবহার করতেন৷ সঙ্গে থাকতো হ্যাট পরা লোকজন৷ ড্রোন উড়িয়ে ছবি তুলতেন৷ ঢাকা থেকে শিল্পীদের নিয়ে কনসার্টও করেন৷ আর এসব দেখিয়ে হাতিয়ে নেন গরিব মানুষের দেড় কোটি টাকা৷

    তার নাম রুবেল আহমেদ৷ বাস্তবে তিনি অষ্টম শ্রেণি পাস৷ বাড়ি শরিয়তপুরে৷ পরিচয় দিতেন ক্যানাডিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (সিসিআইসি)-এর বাংলাদেশ প্রধান হিসবে৷ আর তার সর্বশেষ প্রতারণারস্থল কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন৷ মাত্র তিন মাসে তিনি ২০০ গরিব মানুষকে ফ্রি পাকা ঘর করে দেয়ার কথা বলে দেড় কোটি টাকা হাতিয়ে নেন৷

    শুধু তাই নয়, তিনি সেখানে ইংলিশ স্কুল, বাঁধ নির্মাণ আর হাজার কোটি টাকার জলবায়ু প্রকল্পের কাজের কথাও বলেছিলেন৷ প্রকল্পের প্রথম ১৮ কোটি টাকা ব্যয় করার কথা বলেছিলেন৷

    প্রথমে তিনি বশে আনেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল আক্তারকে৷ ফলে সাধারণ মানুষ সহজেই তাকে বিশ্বাস করে৷

    ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিম রুবেল আহমেদকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে ১৮ জানুয়ারি৷

    এরপর তার সহযোগী তানজির আহমেদকেও গ্রেপ্তার করা হয়েছে৷ রুবেল প্রতারণার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ তদন্তে আরও প্রতারণার কাহিনি বেরিয়ে আসছে৷

    গত অক্টোবরে রুবেল হেলিকপ্টারে করে খোকসায় যান ৷ নামেন স্থানীয় স্কুল মাঠে৷ তাকে রিসিভ করেন বেতবাড়ি ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার৷

    তিনি বলেন, এর আগে সে মাগুরার শ্রীপুরে কিছু কাজ করে৷ আমার এক পরিচিত জন তার সাথে পরিচয় করিয়ে দেয়৷ সে এখানে এসে ২০০ ঘর, স্কুল ও জলবায়ু প্রকল্পের কাজের কথা বলে৷ গরিব মানুষের ঘর নিয়ে জরিপ করে৷ প্রজেক্ট করার জন্য জমি বায়না করে৷ ঘর তুলে দেয়ার জন্য কাজও শুরু করে৷ ইট, বালু, সিমেন্ট আনে৷ অবিশ্বাসের মতো কিছু ছিল না৷ বিদেশি এনজিওর পরিচয় ১৭ কোটি টাকারও বেশি ফান্ডের কথা বলে৷ এক পর্যায়ে যাদের ঘর করে দেয়া হবে তাদেরসহ আরও মানুষের কাছ থেকে টাকা নেয়৷ তিন মাস এভাবে চলার পর জানুয়ারি থেকে তারা আর আসে না৷

    তারপর খোকসা থানা ও ঢাকার ঠিকানা ধরে বিমানন্দর থানায় মামলা করেন চেয়াম্যান নিজেই৷

    তিনি বলেন, আমি ভেবেছিলাম এলাকার গরিব মানুষের উন্নয়ন হবে৷ কিন্তু পরে দেখি প্রতারণা৷ যাদের ঘর ভেঙে ফেলা হয়েছে, তাদের ঘর এখন আমি নির্মাণ করে দিচ্ছি৷ তবে বেশি নয়, পাঁচ-ছয়টি ঘর ভাঙা হয়েছে৷ তবে অনেকে টাকা দিয়েছে৷ তারা আমাকে জানায়নি৷ আলাদাভাবে দিয়েছে৷

    রুবেল গেলে ইউনিয়ন পরিষদ ভবনেই থাকতেন৷

    ওই গ্রামের আসাদুল ইসলামকেও একটি ঘর করে দেয়ার কথা দিয়েছিল এই প্রতারক চক্র৷ আসাদুল তাদের সঙ্গেই থাকতেন৷

    আসাদুল জানান, তারা এলাকায় মিলাদ, কনসার্ট ও আরও কয়েকটি অনুষ্ঠান করেছে৷ তিনি দুইবার রুবেলকে হেলিকপ্টারে আসতে দেখেছেন৷

    বাবুল আক্তার জানান, ১৬ ডিসেম্বরও তারা একটি অনুষ্ঠান করেছিল৷ কিছু মুক্তিযোদ্ধাকে সেই অনুষ্ঠানে সম্মাননা দেয়৷

    পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিমের উপ-কমিশনার মাহফুজুল ইসলাম জানান, রুবেলের আরও দুইজন সহযোগী আছে৷ তারা ইন্টারমেডিয়েট পাস হলেও রুবেল অষ্টম শ্রেণি পাস৷ রুবেল নিজেকে ক্যানাডিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (সিসিআইসি)-এর বাংলাদেশ চ্যাপ্টারের টুআইসি পরিচয় দিতো৷ কার্ডও ব্যবহার করতো৷ তাতে বারিধারা রোড, ওয়েব সাইটের ঠিকানা সবই ছিল৷ কার্ডে শুধু সে ওই প্রতিষ্ঠানটির বাড়ি নাম্বারটি ব্যববহার করতো না৷ প্রথমে সে ওই এলাকায় গিয়ে জানায়, লটারির মাধ্যমে ইউনিয়নটি উন্নয়নের জন্য সিলেক্ট হয়েছে৷ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে৷

    প্রতারকরা সেখানে দুস্থদের জন্য ২০০ ঘর, একটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং নদী ভাঙন এলাকায় জলবায়ু তহবিলের কাজ করবে৷ আর কাউকে কোনও টাকা দিতে হবে না৷ তারা স্কুল বানানোর জন্য অনেক জমি কিনবে উচ্চমূল্যে৷ সেখানে বাইরে থেকে শিক্ষকরা আসবেন৷ তারা অনেক জমি কেনার কাজও শুরু করে৷ এক পর্যায়ে জানায় ফান্ডের ১৮ কোটি টাকা আছে বাংলাদেশ ব্যাংকে৷ যারা বিভিন্ন কাজে নির্মাণ সামগ্রী বাকিতে দিয়েছে বা যাদের ঘর করে দেয়া হবে, তাদের জানানো হয় ওই টাকা পেতে শতকরা ২.৫ ভাগ ট্যাক্স দিতে হবে৷ ট্যাক্স দিলেই টাকা চলে আসবে, সবাই পাবে৷ এই কথা বলে চক্রটি ওই ইউনিয়ন থেকে মোট দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মাহফুজুল ইসলাম জানান৷

    তিনি বলেন, প্রতারকরা তিনবার ওই এলাকায় হেলিকপ্টারে গিয়েছে৷ ড্রোন নিয়ে ভিডিও করেছে৷ ঢাকা থেকে হ্যাট পরা লোকজনকে নিয়ে গেছে৷ ফলে অনেকেই না বুঝতে পেরে লাভবান হওয়ার জন্য আরেকজনকে না জানিয়ে টাকা দিয়েছে৷ প্রতারকরা কাউকে না জানানোর জন্য বলতো৷ ঢাকার উত্তরায় একটি হোটেলে বসেও টাকা নিয়েছে৷ ওই এলাকার লোকজন এখানে এসে টাকা দিয়ে গেছে৷

    এর আগে তারা মাগুরা, টঙ্গাইল ও খাগড়াছড়ি এলাকায় একইভাবে তারা প্রতারণা করেছেন বলেও তিনি জানান৷

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    Bonna

    তলিয়ে গেল ফেনী, মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

    July 8, 2025
    সিইসি

    বিগত ৩ নির্বাচনকে ভালো বলা বিদেশি পর্যবেক্ষকদের রাখা হবে না: সিইসি

    July 8, 2025
    ৩৫ শতাংশ শুল্কের হুমকি

    ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিয়ে ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি

    July 8, 2025
    সর্বশেষ খবর
    Hot Web series Review

    রোমান্স ও নাটকীয়তায় ভরপুর নতুন ওয়েব সিরিজ, দেখার জন্য প্রস্তুত?

    Archita

    নীল ছবির দুনিয়া কাঁপাতে আসছেন আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান!

    কণার কে লিংক

    কণার নতুন গানের দল ‘কে লিংক’

    Smartphone

    স্মার্টফোনে কত শতাংশ চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে

    অপটিক্যাল ইলিউশন

    ছবিটির প্রথমে কী দেখতে পেয়েছেন তার উপরেই নির্ভর করবে আপনার ব্যক্তিত্ব

    Novel

    নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোয়ন দিলেন নেতানিয়াহু

    Bonna

    তলিয়ে গেল ফেনী, মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

    সিইসি

    বিগত ৩ নির্বাচনকে ভালো বলা বিদেশি পর্যবেক্ষকদের রাখা হবে না: সিইসি

    প্রেস সচিব

    ঢাকা-ওয়াশিংটন ‘উইন-উইন’ শুল্কচুক্তির পথে, বললেন প্রেস সচিব

    বাণিজ্য উপদেষ্টা

    শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুধবার: বাণিজ্য উপদেষ্টা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.