Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : একটি হোটেলের গোপন ক্যামেরায় দেড় সহস্রাধিক অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, ভিডিওগুলো অনলাইনেও প্রচার করা হয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, হোটেলের গোপন ক্যামেরায় ১ হাজার ৬০০ অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়েছে। মূলত টিভি, ওয়াল সকেট ও চুল শুকানোর যন্ত্রে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল। এ ধরনের ক্যামেরা দক্ষিণ কোরিয়ার ৩০টি হোটেলের ৪২টি রুমে পাওয়া গেছে। গতকাল ২০ মার্চ এ বিষয়ে জানতে পারে পুলিশ।
এদিকে, ওই অপরাধে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পর্নোগ্রাফির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়েছে। হাজার হাজার নারী রাস্তায় নেমে পর্ণোগ্রাফির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।