জুমবাংলা ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে হোটেলে খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত একশ’ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে প্রায় ৪০ জন সদস্যকে ভর্তি করা হয়েছে।
দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল্লাহ জানান, বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। বিকেল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, বিজিপি ও আনসার সদস্যরা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয় পড়েন। পরে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার বিভিন্ন হাসপাতালে অন্তত ৪০ জনকে হাসপাতাল ভের্তি করা হয়।
এ পরিস্থিতে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দায়িত্ব পালন করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে এর কোন প্রভাব পরবে না, বিকল্প ফোর্স পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


