ট্রাভেল ডেস্ক : ঝুড়ি সাধারণত ফলমূল বা কাপড় রাখতেই ব্যবহার করেন সবাই। পিকনিকে এটি বেশি দেখা যায়। ভাবুন তো, কখনও ঝুড়ির ভেতর ঘুমানোর সুযোগ যদি আসে! পর্যটকরা আগামী বছর সত্যিই এমন কিছু চোখের সামনে দেখবেন।
চমকপ্রদ ব্যাপার হলো, ঝুড়ি আদলের আকর্ষণীয় নকশার একটি সাত তলা ভবনকে বিলাসবহুল হোটেলে রূপান্তর করা হচ্ছে। এর শীর্ষে থাকবে ঝুড়ির মতো হাতল! এখন এগিয়ে চলছে সেই পরিকল্পনা।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে ১৯৯৭ সালে গড়ে তোলা হয় এই ভবন। আমেরিকান প্রতিষ্ঠান লঙ্গাবার্গার কোম্পানির সদর দফতর ছিল এটি। কাঠের ঝুড়িসহ ঘরবাড়ির দৈনন্দিন পণ্যের উৎপাদনকারী ও পরিবেশক তারা।
ওহাইও’র দ্য কলাম্বাস ডিসপাচ পত্রিকার তথ্যানুযায়ী, ডেভেলপার কুন রিস্টোরেশন অ্যান্ড সিল্যান্টসের স্টিভ কুন ও ববি জর্জ ২০১৭ সালে ভবনটি কিনে নেন। একই দৈনিকে গত ২১ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ২০২০ সালে হোটেলটি চালু হবে।
নিউয়ার্কের দৈনিক দ্য অ্যাডভোকেট জানিয়েছে, হেরিটেজ ওহাইও সংগঠনের জন্য অর্থ তহবিল সংগ্রহের অংশ হিসেবে ২০ অক্টোবর ভ্রমণপ্রেমীরা ভবনটি ঘুরে দেখেছে। তখনই এটিকে হোটেলে পরিণত করার ভাবনা তৈরি হয়।
পর্যটন সংস্থা রোডসাইড আমেরিকা ডটকমের মন্তব্য, এটাই বিশ্বের সবচেয়ে বৃহৎ ঝুড়ি! লঙ্গাবার্গার কোম্পানির উৎপাদনকৃত মিডিয়াম মার্কেট ঝুড়ির চেয়ে ১৬০ গুণ বড় এই ভবন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।