হোটেল থেকে আর ফিরতে হলো না বাংলাদেশকে

স্পোর্টস

স্পোর্টস ডেস্ক : প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে আজ ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় দিনের খেলা। কিন্তু ক্ষতি পোষানো তো দূরের কথা, বৃষ্টির কারণে বল মাঠে গড়ানোর আগেই আজকের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস

আবহাওয়ার এমন পরিস্থিতি হতে পারে, পূর্বাভাস আগেই ছিল। আজ ম্যাচ শুরুর আগে থেকে গ্রিনপার্কে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। শুরুতে শুধু উইকেট ও এর আশে পাশের অঞ্চল কভার দিয়ে ঢাকা হলেও বৃষ্টির পরিমাণ বাড়লে পুরো মাঠই কভারে ঢেকে ফেলা হয়।

অবস্থার উন্নতি না দেখে ড্রেসিংরুম থেকে হোটেলে ফিরে যায় দুদল। পরবর্তীতে কয়েকদফা চলে বৃষ্টির খেলা। এই থেমে যাচ্ছে তো কিছুক্ষণ বাদে আবারও ফিরে আসছে। বৃষ্টি কয়েকদফা থেমে গেলেও মাঠের কভার কখনো সরানো হয়নি। অবশেষে বাংলাদেশ সময় আড়াইটার একটু পরে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

কানপুরের আকাশে আজ সূর্যের দেখা মেলেনি। আগামীকালের পূর্বাভাস অনুসারে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও বৃষ্টির জোর সম্ভাবনা আছে। তবে আজকের মতো আগামীকাল পুরো দিন ভেস্তে না যাওয়ার সম্ভাবনার কথাই বলা হচ্ছে।

এর আগে গতকালও কানপুরে বৃষ্টি বাগড়া দিয়েছিল। মাঠ ভেজা থাকায় গতকাল এক ঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হয়েছিল। পরবর্তীতে মধ্যাহ্নভোজের সময় গুড়িগুড়ি বৃষ্টি হয় কিছুক্ষণ। যার ফলে ১৫ মিনিট দেরিতে শুরু হয় দ্বিতীয় সেশনের খেলা। কিন্তু মধ্যাহ্নভোজনের পর ৯ ওভার হতেই কানপুরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাত্রা বেড়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করে দিনের সমাপ্তি ঘোষণা করা হয়।

নতুন লুকে ধরা দিলেন শাকিব খান

বৃষ্টির আগে প্রথম দিন ৩৫ ওভার খেলা হয়েছিল। তাতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৭ রান। মুশফিকুর রহিম ৪০ রানে ও মুমিনুল হক ৬ রানে অপরাজিত আছেন।