স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা ওয়ানডেতেও বজায় রাখল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ক্যারিবীয় দল।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে শাই হোপের সেঞ্চুরি ও এভিন লুইসের ফিফটির সুবাদে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৪৩ রান যোগ করে ফেলেন লুইস ও হোপ। দুজনই এগুচ্ছিলেন ব্যক্তিগত সেঞ্চুরির দিকে। কিন্তু ৬৫ রানের মাথায় থামেন লুইস। দুশমন্থ চামিরার নিখুঁত ইয়র্কারের জবাব খুঁজে পাননি বাঁহাতি ক্যারিবীয় ওপেনার।
সঙ্গীকে হারালেও নিজের সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি হোপ। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূরণ করতে খেলেন ১২৫ বল। সবমিলিয়ে ১৩৩ বলে ১১০ রান করে আউট হন তিনি। হোপের উইকেটও নেন চামিরা।
জয় থেকে তখন আর ১৮ রান দূরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্রাভো ৩৭ ও জেসন মোহাম্মদ ১৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে দুর্দান্ত শুরুর পরেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ১০৫ রান যোগ করেন দানুশকা গুনাথিলাকা ও দিমুথ করুনারাত্নে। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ে ইচ্ছাকৃত বাধাপ্রদান করে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আইনে আউট হন ৫৫ রান করা গুনাথিলাকা।
উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। অধিনায়ক করুনারাত্নে করেন ৫২ রান। এর বাইরে অভিষিক্ত আশেন বান্দারার ৬০ বলে ৫০ রানের ইনিংসটিই ছিল বলার মতো অবদান। বাকিদের ব্যর্থতায় ২৩২ রানে থেমে যায় ইনিংস।
ক্যারিবীয়দের পক্ষে ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও জেসন মোহাম্মদ। কাইরন পোলার্ড, আলজারি জোসেফ ও ফাবিয়ান অ্যালেনের ঝুলিতে যায় ১টি করে উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।