করোনাভাইরাস সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টিনে থাকার ব্যাপারে নির্দেশনা না মানার যে প্রবণতা ছিল প্রশাসনের নজরদারিতে তা নিয়ন্ত্রণে আসছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এ নিয়ে অভিযুক্তদের জরিমানা করলেও সে সংখ্যা কমে এসেছে। অনেকে মনে করছে, সেনাবাহিনী মাঠে নামায় পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে গতকাল পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে এখনো ২৭ হাজার ৪৩ জনকে হোম কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ব?রিশালে করোনা সন্দেহে গত সোমবার সন্ধ্যায় দুই যুবককে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ওই দুই যুবককে সন্দেহভাজন হিসেবে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত কি না তা পরীক্ষা করতে গতকাল তাঁদের রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসা এক নারীকে উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী টালি মসজিদ রোড এলাকার এক ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিকেলে তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার ১০ পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কিশোরগঞ্জের ভৈরবে হোম কোয়ারেন্টিনে না থাকার অভিযোগে বিদেশফেরত তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার শাজাহানপুরে হোম কোয়ারেন্টিন না মানায় বিদেশফেরত এক মেরিন প্রকৌশলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে নরসিংদীর শিবপুরে অবাধে ঘোরাফেরা করায় মো. ইলিয়াছ নামের এক লেবাননপ্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে হোম কোয়ারেন্টিনে না থাকায় গত সোমবার রাতে ময়মনসিংহের ভালুকায় দুই সৌদিপ্রবাসীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন হাজি নাজমুল হক ও মো. ভাষানী।
এদিকে গতকাল নতুন করে হোম কোয়ারেন্টিনে রাজশাহীতে ১৩৫ জন, রাজবাড়ীতে ৬৯ জন, নরসিংদীতে ৩০ জন, সাতক্ষীরায় ১৯৭ জন, টাঙ্গাইলে ১৫২ জন, বরিশালে ৮১ জন, পটুয়াখালীতে ২০ জন, ভোলায় ৫০ জন, পিরোজপুরে ৩৯ জন, বরগুনায় ৩৬ জন, ঝালকাঠিতে ১০ জন, কুড়িগ্রামে ২৩ জন, বান্দরবানে ৫০ জন, নীলফামারীতে ১৮ জন, সুনামগঞ্জে ১০১ জন, যশোরে ২৪৮ জন, নাটোরে ৫৭ জন, ঝিনাইদহে ৬৯ জন, শরীয়তপুরে ৩১ জন ও হবিগঞ্জে ১৪৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সূত্রঃ কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।