ফোন নাম্বার তালিকায় হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, থাকছে যে সুবিধা

হোয়াটসঅ্যাপের

প্রায় এক দশক ধরে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এ সময়ের মধ্যে ব্যবহারকারীদের সুরক্ষায় বিভিন্ন ফিচার চালু করেছে প্লাটফর্মটি। এবার ফোন নাম্বারের তালিকা তৈরির ফিচার যুক্ত হতে যাচ্ছে। এতে ব্যবহারকারীর পছন্দের নম্বরে ফোন কল ও চ্যাট করা আরো সহজ হবে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।

হোয়াটসঅ্যাপের

পছন্দের ফোন নাম্বারের ফিল্টারটি প্রথমে শুধু হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে আসার কথা থাকলেও শিগগিরই তা অ্যান্ড্রয়েডেও যুক্ত হবে। প্রযুক্তি ওয়েবসাইট ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা ভার্সনে এ ফিচার দেখা গেছে। তারা আরো জানায়, হোয়াটসঅ্যাপ এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দের ফোন নাম্বার যোগ ও বাদ দেয়ার সুযোগ রেখেছে। এ ফিচারের অপশন হোয়াটসঅ্যাপ অ্যাপ সেটিংসের অ্যাকাউন্ট অপশনের নিচে থাকবে।

গরমে খাবারের ক্ষেত্রে যেভাবে থাকতে হবে সতর্ক

কেউ পছন্দের তালিকায় কোনো নাম্বার যোগ করলে হোয়াটসঅ্যাপ অন্য ব্যবহারকারীকে সে বিষয়ে অবহিত করবে না। ফিচারটি কখন চালু হবে এ বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি। বর্তমানে এর বেটা ভার্সনের পরীক্ষা চলছে।