অনেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য বা নথিপত্র স্ক্যান করে সংরক্ষণ করেন। তবে হাতের কাছে স্ক্যানার না থাকলে বা ভ্রমণের সময় চাইলেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য স্ক্যান করা সম্ভব হয় না। তবে চিন্তার কিছু নেই, এবার ফোনের ক্যামেরা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের হালনাগাদ আইওএস ২৪.২৫.৮০ সংস্করণে সুবিধাটি যুক্ত করা হয়েছে। ফলে প্রাথমিকভাবে এ সুবিধা শুধু আইফোনে ব্যবহার করা যাবে।
নতুন এ সুবিধার মধ্য দিয়ে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকেই আইফোনের ক্যামেরা ব্যবহার করে নথিপত্র স্ক্যান করতে পারবেন। এর ফলে আলাদা অ্যাপ বা স্ক্যানার ব্যবহারের প্রয়োজন হবে না। সুবিধাটি পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, নথিপত্র স্ক্যান করার জন্য হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনু থেকে ‘স্ক্যান’ অপশন নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে আইফোনের ক্যামেরা চালু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রের ছবি তোলা হলে সেটি প্রিভিউ অপশনে দেখা যাবে। ব্যবহারকারীরা স্ক্যান করা ছবি সরাসরি বা সম্পাদনা করে সংরক্ষণের পাশাপাশি অন্যদের পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপের নতুন এ সুবিধা সময় বাঁচানোর পাশাপাশি তৃতীয় পক্ষের তৈরি স্ক্যানার অ্যাপের ওপর নির্ভরশীলতা কমাবে। শুধু তা–ই নয়, স্ক্যান করা নথিপত্রের মান উন্নত হওয়ায় নতুন এ সুবিধা ব্যক্তিগত কাজের পাশাপাশি অফিসের বিভিন্ন রসিদ, চুক্তিপত্র বা ফাইল পাঠানোর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।