প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাড়ার বন্ধুরা অফিসের কলিগ বসেদের অসংখ্য গ্রুপ আছে আপনার হোয়াটসঅ্যাপে। এত গ্রুপ বা চ্যাটের মধ্যে মাঝে মাঝে জরুরি মেসেজের উত্তর দিতেই দেরি হতে যায়। আর সে যদি হয় অফিসের বস কিংবা ঘরের দুদিকেই ঝামেলা। সেই সমস্যা সমাধান করতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছিল নতুন ফিচার। ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ইউজার গুরুত্বপূর্ণ মেসেজ পিন করে রাখতে পারেন।
গত বছরেই হোয়াটসঅ্যাপে মেসেজ পিন করে রাখার ফিচার আনা হয়েছিল। তবে এখন থেকে যে কোনো চ্যাটের জন্য একটি মেসেজ নয়, বরং ৩টি গুরুত্বপূর্ণ মেসেজকে পিন করে রাখার ফিচার চালু করার ঘোষণা দিয়েছে মেটা এবং হোয়াটসঅ্যাপ। আমেরিকান অনলাইন প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মেটার সিইও মার্ক জুকারবার্গ এবং হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট গত ২১ মার্চ তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই ৩টি মেসেজ পিন করতে পারার নতুন ফিচার সম্পর্কে ঘোষণা দেন। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথম হোয়াটসঅ্যাপে এই মেসেজ পিনের অপশনটি যুক্ত করা হয়। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজনমতো ৩টি মেসেজ পিন করে রাখতে পারবেন, যা সেই ব্যক্তির সঙ্গে করা চ্যাটবক্সের প্রথমেই দেখাবে। প্রয়োজনে এগুলো আনপিন করে, আবার নতুন কোনো মেসেজকে পিন করা যাবে। সেইসঙ্গে নির্দিষ্ট সময়ের জন্যও পিন করা যাবে এই মেসেজগুলো।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড, ২.২৪.৬.১৫- এই ভার্সনে নতুন আপডেটে এই নয়া ফিচার যুক্ত হবে। এখন হোয়াটসঅ্যাপে তিনটি চ্যাট পিন করে রাখা যায়। ইউজার যখন চতুর্থ চ্যাটটি পিন করতে যাবেন, তখন সবচেয়ে পুরোনো পিন চ্যাটটি ডিলিট করে দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে তিনটির বেশি হোয়াটসঅ্যাপ চ্যাট পিন করার ফিচার চালু হয়ে গেলে আর এই অসুবিধা হবে না।
যেভাবে মেসেজ পিন সেট করবেন
যে কোনো মেসেজ পিন করার জন্য মোবাইল স্ক্রিনে সেটি প্রয়োজনের তুলনায় বেশি সময় চাপ দিয়ে বা হোল্ড করে ধরতে হবে। তারপর সেইখানে বিভিন্ন অপশনের মধ্যে পিন মেসেজ অপশনটি বাছাই করতে হবে। প্রয়োজনে একটা নির্দিষ্ট সময়ের জন্যও সেই মেসেজ পিন করা যাবে। ২৪ ঘন্টা, ৭ দিন কিংবা ৩০ দিনের জন্য এই মেসেজগুলো পিন করা যাবে।
তবে একেবারে অনির্দিষ্ট সময়ের জন্য কোনো মেসেজ পিন থাকবে না। সর্বোচ্চ ৩০ দিন পর মেসেজ স্বয়ংক্রিয়ভাবেই আনপিন হয়ে যাবে। এতে গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে পেতে যে কাউকে আবার ঝামেলা পোহাতে হবে। এজন্য এধরনের কোনো গুরুত্বপূর্ণ মেসেজকে স্টারড করে রাখলে খুব সহজেই পাওয়া যায়। সেই জন্য একইভাবে মেসেজ হোল্ড করে রেখে স্টার চিহ্নিত অপশনটি ক্লিক করলে স্টারড হয়ে যাবে ম্যাসেজটি। তারপর হোয়াটসঅ্যাপের চ্যাটের তিন রেখা চিহ্নিত অপশনে ক্লিক করে খুব সহজেই মেসেজটি স্টারড অপশনে খুঁজে পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।