বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভয়েস কলের জন্য পরীক্ষামূলকভাবে একটি নতুন ইন্টারফেস যুক্ত করেছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রাপ্ত তথ্যানুযায়ী, বর্তমানে নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীদের ডিভাইসে এটি ব্যবহার করা যাবে। খবর ইটি টেলিকম।
মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের যাবতীয় তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো জানিয়েছে, নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য ভয়েস কলিংয়ের নতুন আপডেট এনেছে যোগাযোগমাধ্যমটি।
অ্যান্ড্রয়েড বেটার সর্বশেষ সংস্করণের (২.২২.৫.৩) কিছু ব্যবহারকারীদের ডিভাইসে পরীক্ষামূলকভাবে ফিচারটি কার্যকর করা হয়েছে। আইওএস বেটা অ্যাপে এখনো ইন্টারফেসটি যুক্ত করা হয়নি বলে জানা গেছে। তবে সূত্র বলছে, শিগগিরই আইওএসের অ্যাপ্লিকেশনেও এটি কার্যকর করা হবে।
এদিকে গ্রুপকলে কে কথা বলছে তা বোঝার সুবিধার্থে কাজ করছে মেসেজিং প্লাটফর্মটি। এছাড়া অ্যাকাউন্ট ব্যান বিষয়ক পর্যালোচনা সম্পর্কে ব্যবহারকারীর প্রতিক্রিয়া জানতেও কাজ করছে যোগাযোগমাধ্যমটি। এছাড়া আইওএস ব্যবহারকারীদের জন্য কয়েকটি নতুন ফিচার যুক্ত করার বিষয়ে কাজ করছে মেটাধীন মাধ্যমটি।
যেসব ফিচারের উন্নয়নে কাজ করা হচ্ছে, সেগুলোর মধ্যে বিল্ট ইন ক্যামেরার উন্নয়ন ও ক্যাপশন ভিউয়ের নতুন ডিজাইন রয়েছে। সর্বশেষ বেটা আপডেটে বিল্ট ইন ক্যামেরা উন্নয়নের কাজ করছিল প্লাটফর্মটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।